নামকরণ:
১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন ও এই নিয়ে কাজ শুরু করতে বলেন। শুরুতে ঢাকা বিভাগের প্রতিবেশী ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়-
১) ময়মনসিংহ,
২) জামালপুর,
৩) কিশোরগঞ্জ,
৪) নেত্রকোণা,
৫) টাঙ্গাইল,
৬) শেরপুর।
১) ময়মনসিংহ জেলা
মোঘল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে, মোঘল সেনাপতি মনমোহন সিংহ ঈসা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন। এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ।
প্রতিষ্ঠিত সাল: ১৯৬৯ সালে।
আয়তন : ৪,৩৬৩.৪৮ বর্গকিমি
উপজেলাসমূহ:
ঈশ্বরগঞ্জ
- উপজেলা গফরগাঁও উপজেলা
- গৌরীপুর উপজেলা
- তারাকান্দা উপজেলা
- ত্রিশাল উপজেলা
- ধোবাউড়া উপজেলা
- নান্দাইল উপজেলা
- ফুলপুর উপজেলা
- ফুলবাড়ীয়া উপজেলা
- ভালুকা উপজেলা
- ময়মনসিংহ সদর উপজেলা
- মুক্তাগাছা উপজেলা
- হালুয়াঘাট উপজেলা
ঐতিহাসিক স্থানসমূহঃ
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- ময়মনসিংহ জিলা স্কুল
- মুক্তাগাছার রাজবাড়ী
- আলেকজান্ডার ক্যাসল
- শশী লজ
- ময়মনসিংহ জাদুঘর
- বৈলর জমিদার বাড়ি, বৈলর ইউনিয়ন
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
- পুরাতন ব্রহ্মপুত্র নদী
- সার্কিট হাউজ
- সিলভার ক্যাসল
- বিপিন পার্ক
- রামগোপালপুর জমিদার বাড়ি
- কাদিগড় জাতীয় উদ্যান
- বোটানিক্যাল গার্ডেন
- ময়মনসিংহ টাউন হল
- দূর্গাবাড়ী
- গৌরীপুর লজ
- কেল্লা তাজপুর
- আলাদীন'স পার্ক
- তেপান্তর সুটিং স্পট
- কুমির খামার [১২][১৩]
- গারো পাহাড়
- চীনা মাটির টিলা
- কালু শাহ্ কালশার দিঘী
- নজরুল স্মৃতি যাদুঘর
- শহীদ আব্দুল জব্বার জাদুঘর
- রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্ক
- গৌরীপুর জমিদার বাড়ি
- আঠারো বাড়ি জমিদার বাড়ি
- রাজিবপুর জমিদার বাড়ি
বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
এ জেলায় বসবাসরত বাঙালি, গারো, হাজং, কোচসহ অন্যান্য জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পালন করে থাকে। এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতন এ জেলার আদিবাসীরাও বৈশাখী মেলা, ঈদ উৎসব, দুর্গাপূজাসহ অন্যান্য উৎসব জাকজমকের সাথে উদ্যাপন করে থাকেন। এসব অনুষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িকতা মুক্ত, নির্মল ভ্রাতৃত্ববোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অন্যকে জানার স্পৃহা ও আগ্রহভরা অংশগ্রহণ।
আধুনিক স্থাপত্যঃ
ওয়েবসাইট:
-----
২) জামালপুর
৩) কিশোরগঞ্জ
৪) নেত্রকোণা
৫) টাঙ্গাইল
৬) শেরপুর
Comments
No comments yet. Be the first to comment!